ভ্রাম্যমান আদালতে ভূয়া ডাক্তারের জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়ায় এক ভূয়া ডাক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।
উপজেলার থুকড়া ও শাহাপুর বাজারে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে নাক-কান-গলা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসারত কথিত ওই ডাক্তার চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল।
গতবুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় খুলনা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
আরও পড়ুন>>>প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুযোগ আসছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের ভূয়া ডাক্তার তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে থুকড়া বাজারের অমিত ফার্মেসী এবং শাহাপুর বাজারের আমেনা ফার্মেসীতে চেম্বার খুলে রোগী দেখে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে গতবুধবার সন্ধ্যায় অমিত ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভূয়া ডাক্তার তৈয়েবুর রহমানকে তার ডাক্তারী সনদ দেখাতে বললে তিনি দেখাতে ব্যর্থ হয়ে নিজের অপরাধ স্বীকার করেন। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয় এবং ভবিষৎ এ উপজেলার কোন স্থানে রোগী না দেখার শর্তে মুক্তি দেয়া হয়।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,থানা পুলিশের সদস্যবৃন্দ।
আরও পড়ুন>>>
খুলনার ডুমুরিয়ায় ক্যান্সারে আক্রান্ত মাদরাসা ছাত্র মানিক বাঁচাতে চায়
খুলনা পাইকগাছার কপিলমুনি বাজারের অস্থায়ী স্থাপনা অপসারণ
খুলনা পাইকগাছার কপিলমুনি বাজারের অস্থায়ী স্থাপনা অপসারণ
ঝিনাইদহ পৌর নির্বাচনকে ঘিরে লাশের পরে লাশ