৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ভোটযুদ্ধে স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৯, ২০২১
112
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ভোটযুদ্ধে স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী
| ছবি : ভোটযুদ্ধে স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী

জুলফিকার আলী (কলারোয়া)সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় আগামী ৩০ জানুয়ারির পৌরসভা  নির্বাচনে মেয়র পদে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা। যাচাই-বাছাই শেষে পেয়েছেন উভয়ে মনোনয়নের বৈধতা।

সাতক্ষীরা কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ছিলেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র। তার স্ত্রী নাসরিন সুলতানাও স্বতস্ত্রপ্রার্থী হিসেবে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও পড়ুন>>>শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানো হতে পারে

কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন, মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়ন জমা দিয়েছিলাম। আমরা উভয়ে প্রার্থিতার বৈধতা পেয়েছি। আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকব।

সাবেক মেয়র আক্তারুল ইসলাম জানান, উভয়ের প্রার্থিতাই বৈধ পেয়েছে। প্রয়োজন হলে তারা উভয়ই নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এদিকে,ভোটযুদ্ধে স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ায় ভোটারদের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। সারা কলারোয়া পৌরসভা জুড়ে চলছে জল্পনা-কল্পনা।

আগামী কাল রোববার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই কালই জানা যাবে, স্বামী-স্ত্রীর মধ্যে কে থাকছেন পৌরসভার মেয়র পদে নির্বাচনে আর কে প্রত্যাহার করবেন মনোনয়ন। নাকি একই পদে দুজনই লড়বেনে এই কৌতূহল ভরে অপেক্ষা করছে কলারোয়াবাসী।

আরও পড়ুন:
মনিরামপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হ্যাকারদের আদালতে স্বীকারোক্তি
যশোর পুলিশ ক্লাব মাঠে এখনও চলছে অনুমোদনহীন বেআইনি ‘মেলা’!
কালিয়ায় টক্কর সাপসহ একজন গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One comment on “ভোটযুদ্ধে স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী”

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram