ভোটাধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান নুরুলের
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আজ বুধবার দুপুরে এক সমাবেশ থেকে নুরুল হক এ আহ্বান জানান। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনটিকে ‘ভোটাধিকার হরণ দিবস’ আখ্যা দিয়ে আজ দুপুরে কালো পতাকা মিছিল করে নুরুলের সংগঠন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার ও হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে নুরুল অভিযোগ করেন, ২০১৪ সালের পর থেকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ। প্রশাসন ও আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের গুন্ডাবাহিনী মিলে জনগণের ভোটাধিকার হরণ করেছে।
নুরুল বলেন, ‘ভোটাধিকার হরণ দিবসে আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, রক্ত ছাড়া কোনো সংগ্রাম সফল হয়নি, ত্যাগ ছাড়া ইতিহাসে কোনো সফলতা আসেনি। সুতরাং ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আজকে আপনাদের রক্ত দিতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। রক্ত দিতে ও ত্যাগ করতে প্রস্তুত থাকলেই মুক্তিযুদ্ধের সোনার বাংলা গড়া সম্ভব।’
ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের সময় ঘনিয়ে এসেছে। সসম্মানে বিদায় নিতে চাইলে অবিলম্বে তাদের একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ বক্তব্য দেন৷
Good article and right to the point. I don't know if this is
really the best place to ask but do you people
have any thoughts on where to hire some professional writers?
Thanks in advance 🙂
I was reading some of your content on this website and I conceive this website is real
informative! Keep putting up..