১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে মেম্বর প্রার্থী আবু জাফর মল্লিক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৪, ২০২১
135
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ভোটার তালিকায় নাম নেই মেম্বরপ্রার্থীর
| ছবি : ভোটার তালিকায় নাম নেই মেম্বরপ্রার্থীর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে পড়েছেন গড়ইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবু জাফর মল্লিক।

পূর্বের ভোটার তালিকায় তার নাম থাকলেও নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত ভোটার তালিকায় তার নাম নাই। মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বিষয়টি নজরে আসে প্রার্থী জাফর মল্লিকের।

আরও পড়ুন>>>যশোরের বেনাপোলে স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার

সে গড়ইখালী গ্রামের মৃত সফিজ উদ্দীন মল্লিকের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র নং ৪৭১১৮৭২১৬২৪০, পূর্বের ভোটার তালিকার ক্রমিক নং ছিলো ০৫৩৬। বর্তমানে নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত ভোটার তালিকায় কোথাও তার নাম নাই এবং ০৪৭৬ ক্রমিক নম্বরের ফাঁকা কোর্ডে কর্তন করা হয়েছে মর্মে লেখা রয়েছে।

আরও পড়ুন>>>যশোরের চৌগাছায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ইতোমধ্যে প্রার্থী আবু জাফর মল্লিক রির্টানিং কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার বেনজীর আহমেদের কার্যালয় থেকে গড়ইখালী ইউনিয়নের ১নং সাধারণ ওয়ার্ড থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। বর্তমানে ভোটার তালিকায় নাম না থাকায় বিষয়টি নিয়ে চরম বিপাকে রয়েছে প্রার্থী জাফর মল্লিক। বিষয়টি সমাধানের লক্ষে উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও এখনো পর্যন্ত কোন সমাধান করতে পারেনি বলে জানিয়েছেন।

আরও পড়ুন>>>নড়াইল এক্সপ্রেস ভলিবল টুর্নামেন্টের বিজয়ী কালিয়া টাইগার্স

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমাদ জানান, বিষয়টি জানতে পেরেছি। আমাদের কাছে মনে হয়েছে ২০১৯ সালে ভোটার তালিকা থেকে যে কোন কারণ দেখিয়ে তার নাম কর্তন করা হয়। এরপর বিষয়টি নিয়ে তিনি আর কোন খোঁজ খবর নেননি। ওই সময় খোঁজ খবর নিলে বিষয়টি তখনই সমাধান করা যেত। এখনো সমাধান করা যাবে তবে সেটি এই মুহূর্তে নয়। পরবর্তী যে কোন সময়ে এ ব্যাপারে জাফর মল্লিককে সহযোগিতা করবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram