২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

ভোট নিয়ে ট্রাম্পের অভিযোগ নাকচ করলেন নির্বাচনী কর্মকর্তারা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১৩, ২০২০
8
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ভোট নিয়ে ট্রাম্পের অভিযোগ
| ছবি : ভোট নিয়ে ট্রাম্পের অভিযোগ

এবার ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছেন মার্কিন নির্বাচনী কর্মকর্তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, “ভোটিং পদ্ধতিতে কোনও গরমিল, ভোট সরিয়ে ফেলা বা ভোট বদলের কোনও প্রমাণ পাওয়া যায়নি, কোনও ধরনের আপোসরফাও হয়নি।”

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনও প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েকঘণ্টা পর নির্বাচনী কর্মকর্তাদের এই বিবৃতি এল।

বিবিসি জানায়, যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করেছে ‘ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল’। এই কাউন্সিলে আছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্রের ‘ইলেকশন এসিসটেন্স কমিশন’ এবং রাজ্য পর্যায়ের কর্মকর্তারা; যারা নির্বাচন তদারক করেছেন।

ভোটের ১০ দিন পরও রাস্তায় দুই প্রার্থীর সমর্থকরা।ভোটের ১০ দিন পরও রাস্তায় দুই প্রার্থীর সমর্থকরা।এই বিবৃতির মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যের কর্মকর্তারা নির্বাচনে প্রেসিডেন্টের ভোট জালিয়াতির অভিযোগ একেবারে সরাসরি খারিজ করে দিলেন। এ মুহূর্তে চূড়ান্ত ফল ঘোষণার আগে দেশজুড়ে গোটা নির্বাচন পক্রিয়া আবার ভাল করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
এতে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়, “নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমরা বেশ কিছু অমূলক দাবি এবং ভুল তথ্যের সুযোগের কথা জানতে পারলেও আমরা আপনাদেরকে নির্বাচনের নিরাপত্তা এবং সততার ব্যাপারে পূর্ণ আস্থা থাকার নিশ্চয়তা দিতে পারি। যা আপনাদেরও থাকা উচিত।’

“নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন থাকলে আস্থা পেতে নির্বাচনী কর্মকর্তাদের কথা শুনুন, কারণ তারাই নির্বাচন প্রক্রিয়া দেখভাল করেন।”

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে বেশ কিছু মামলাও করেছেন তিনি। তবে কোনও অভিযোগের প্রমাণ ট্রাম্প হাজির করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram