মঞ্চে ফিরছেন সাবিনা ইয়াসমীন, দুই রাত গান শোনাবেন এই কিংবদন্তি

স্বাধীন কন্ঠ ডেস্ক: এক বছরেরও বেশি সময় পর মঞ্চে ফিরছেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত বিশেষ সংগীত সন্ধ্যায় গান শোনাবেন তিনি। ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই আয়োজনে শিল্পীর ক্যারিয়ারের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানও পরিবেশিত হবে।
পরদিন ১ ফেব্রুয়ারি (শনিবার) একই মঞ্চে আবারও গাইবেন তিনি। এরপর ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে সংগীতপ্রেমীদের মাতাবেন এই কিংবদন্তি।
গানে ফেরার উচ্ছ্বাস
এক বছরের বেশি সময় পর মঞ্চে ফেরার অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমীন বলেন,
"আবার গান নিয়ে মঞ্চে উঠতে পারছি, এটা আমার জন্য দারুণ আনন্দের। শ্রোতাদের পছন্দের গানগুলো গাইব, সেই সঙ্গে আমার কিছু প্রিয় গানও থাকবে। এরই মধ্যে মহড়া করছি, নিজেকে প্রস্তুত করে নিচ্ছি।"
অসুস্থতা কাটিয়ে নতুন শুরু
সাবিনা ইয়াসমীন গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যাচ্ছিলেন। তবে নিজের অসুস্থতার খবর প্রকাশ করতে চাননি তিনি। চিকিৎসা শেষে গত মে মাসে তিনি দেশে ফেরেন এবং এখন সম্পূর্ণ সুস্থ।
তিনি বলেন,
"৬০ বছর ধরে গানই আমার জীবন। গানেই আমার আনন্দ। মঞ্চে ফেরার অনুভূতি সত্যিই অন্য রকম।"
স্টুডিওতে টানা মহড়া, অর্কেস্ট্রার সঙ্গে লাইভ পারফরম্যান্স
মঞ্চে ওঠার প্রস্তুতির অংশ হিসেবে বনানীর একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে টানা মহড়া দিচ্ছেন সাবিনা ইয়াসমীন। বিশেষ এই আয়োজনে লাইভ অর্কেস্ট্রা পারফরম্যান্স থাকছে, যা শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হতে যাচ্ছে।
শেষবার কবে মঞ্চে ছিলেন?
২০২৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন সাবিনা ইয়াসমীন। এরপর তাকে আর কোনো লাইভ পারফরম্যান্সে দেখা যায়নি।
সংগীতপ্রেমীদের জন্য বড় সুখবর
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে বাংলা গানের অনন্য সুর শোনার জন্য সংগীতপ্রেমীরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। এই আয়োজনে তার কণ্ঠে শোনা যাবে ‘আমার মন বলে তুমি আসবে’, ‘আমি বৃষ্টি দেখেছি’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘সাগরিকা’, ‘এমনও তো প্রেম হয়’-এর মতো কালজয়ী গানগুলো।
অনেক দিন পর মঞ্চে ফেরার খবরে শ্রোতাদের মাঝেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। শিল্পীর এই সংগীতসন্ধ্যা হয়ে উঠতে পারে স্মরণীয় এক আয়োজন।