পিরোজপুরে রাস্তা থেকে কৃষকের কোপানো মরদেহ উদ্ধার

মঠবাড়িয়ায়-কৃষকের-কোপানো -মরদেহ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়  মো.সোবাহান হোসেন প্যাদা (৫০) নামের এক কৃষকের কোপানো মরদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া পুলিশ।

আজ বুধবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ গুলিসাখালী ইউনিয়নের দক্ষিন কবুতারখালী গ্রামের কাঞ্চন হাওলাদারের বাড়ির সামনের ইটের রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সোবাহান কবুতারখালী গ্রামের মৃত তুজম্বর প্যাদার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

থানা পুলিশ, ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একই এলাকার কাঞ্চন হাওলাদারের বাড়ির সামনের ইটের রাস্তার উপর তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় চৌকিদার ও পরিবারের লোকজনকে জানান। পরে থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।

থানা পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম জানান, তার মুখে ৩টি মারাত্মক কোপের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে  তিনি বাড়ি থেকে কোথাও যাচ্ছিলেন বা তাকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে চলে যায়।

আরওপড়ুন:
পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
যশোর শহরতলী বিরামপুর গ্রামের সাগর ছুরিকাঘাতে খুন
বানারীপাড়ায় ঐক্যতান মানব সেবা ফাউন্ডেশনের কম্বল বিতরণ কর্মসূচি
নড়াইলে হাসপাতাল নির্মাণে বাঁধা এলাকায় উত্তেজনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here