মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ॥ ধর্ষিতার সন্তান প্রসব
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে রোববার রাতে রাসেল গাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বাদল গাজী উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের করিম গাজীর ছেলে। এর আগে একই ঘটনার মামলায় রুবেল ও আসাদুল নামে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই সজল জানান, গত বছরের ২৬ এপ্রিল সাত মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী (১৯) রুবেল ও আসাদুলসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় মামলা করে।
এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান, ভিকটিম ও আসামীদ্বয়ের নমুনা পরীক্ষা করলে মিল খুঁজে পায়নি। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগ্নিপতি রাসেল গাজীরও নাম বলে। যে কারনে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা ঘোষের টিকিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত বাদল গাজীকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Good post and right to the point. I don't know
if this is actually the best place to ask but do you folks have any ideea where to hire some professional writers?
Thanks 🙂
I like this weblog very much, Its a really nice office
to read and obtain info.!