মণিপুরের জিরিবাম থানায় কুকি বিদ্রোহীদের হামলা, বোমা ও অগ্নিসংযোগ
ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলার বোরোবেকরা থানায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে হামলাকারীরা থানায় গুলি চালাতে শুরু করে। পুলিশ জানিয়েছে, থানার পাশাপাশি একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বোমা হামলার ঘটনাও ঘটেছে।
মণিপুরের পুলিশ প্রধান রাজীব সিং জানিয়েছেন, জিরিবামসহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত গোলাগুলি চলছে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় মণিপুরের অশান্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে, সেপ্টেম্বরে মেইতে এবং কুকি জনজাতির সংঘাতে জিরিবাম জেলায় পাঁচজন নিহত হন। সাময়িক বিরতির পর শনিবার আবারও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় দফায় দফায় গোলাগুলি হচ্ছে।
মণিপুরের হাইকোর্টের মেইতেদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার নির্দেশের পর থেকে কুকি ও মেইতে জনজাতির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০২৩ সালের ৩ মে এই ইস্যুতে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
রাজ্যে শান্তি ফেরাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে দিল্লিতে মণিপুরের বিভিন্ন জনগোষ্ঠীর বিধায়কদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে বলে জানিয়েছে সূত্র।