১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মণিরামপুরে ১৬ দলীয় নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২, ২০২১
167
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মণিরামপুরে ১৬ দলীয় নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
| ছবি : মণিরামপুরে ১৬ দলীয় নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সূস্থ দেহ সুন্দর মন’ এ শ্লোগানকে সামনে মণিরামপুরের সদর ইউনিয়নের জালঝাড়া এলাকায় ১৬ দলীয় নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জালঝাড়া যুব সংঘের আয়োজনে প্রথম বারের মত জালঝাড়া ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ব্যাডমিন্টন কোর্টে এ খেলা অনুষ্ঠিত হয়। জালঝাড়া ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন প্রবাসি ব্যবসায়ী আলী হোসেন।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী, প্রভাষক মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক প্রবীর কুমার রায় চৌধুরী ব্যালট, প্রভাষক ফিরোজ আহমেদ, এনামুল হক, শরিফুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত কবির প্রমুখ।

১৬ দলীয় নক আউট পদ্ধতির এ খেলার ফাইনালে বিশ্ব দে ও রানা জুটি ৩১-১৮ পয়েন্টে কামরান জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। খেলা শেষে অতিথিবৃন্দ ট্রফিসহ চ্যাম্পিয়ন জুটিকে ৪ হাজার ৫শত এবং রানার্স আপ জুটিকে ২ হাজার ৫শত টাকা প্রাইজ মানি পুরস্কার হিসেবে তুলে দেন।

খেলায় প্রধান ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মনিরামপুরের স্বনামধন্য ব্যাডমিন্টন খেলোয়াড় ডাঃ শেখ আবুল বাশার এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন লোকমান হোসেন, শাহারিয়ার, প্রত্যয় এবং বাদল। সমগ্র খেলাটি সঞ্চালনা করেন জাহিদুর রহমান রিপন ও ফাহিম ফয়সাল আপন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram