মধ্যরাতে নারীদের রাস্তায় নামার আহ্বান বাঁধনের
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি। শুধু সামাজিকমাধ্যমেই নয়, দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও। ছিলেন ছাত্র-জনতার পক্ষে। কথা বলেছেন হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে।
গণ-আন্দোলনে মুখে অবশেষ বিজয়ী হয়েছেন তারা। তবুও থেমে নেই বাঁধনের কর্মযজ্ঞ। নিপীড়িত মানুষের হয়ে কথা বলে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন।
‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি। এটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবনের অভিমুখে।
জানা যায়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উপস্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে।
শুধু তাই নয়, এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে বলে জানা গেছে।