যশোর মনিরামপুরে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২৯, ২০২১
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জেলা প্রতিনিধি যশোর : যশোর মণিরামপুরের শেরআলী মদনপুর গ্রামে মৎস্য ঘের ব্যবসায়ী মুকুল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা।
আরও পড়ুন >>>শরীরে ধস্তাধস্তির চিহ্ন না থাকায় ধর্ষণ মামলার আসামি খালাস
শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীর কবরখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মুকুল হোসেন মণিরামপুর উপজেলার শেরআলী মদনপুর গ্রামের আমিন মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীর কবরখোলা এলাকায় মুকুল হোসেনকে দুর্বৃত্ত্বরা মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এসময় সে পড়ে গেলে একাধিক আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি হাসপাতালে পাঠায়।
জরুরি বিভাগের চিকিৎসক শাহিনূর রহমান সোহাগ রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন >>>এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল
তার মাথার পিছনে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্বজনরা কারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারেনি।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের কথা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে না গিয়ে কিছুই বলতে পারছি না।
গরম খবর