মনিরামপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৭, ২০২১
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : মনিরামপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের খালিয়া গ্রামের ধান ক্ষেত থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আব্দুল জালাল বিশ্বাস(৬০) নামে চা বিক্রেতার লাশ উদ্ধার করা হয়।
মৃত জালাল বিশ্বাস মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আজিবর বিশ্বাসের ছেলে।
প্রতিদিনের ন্যায় আজও খুব ভোরে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জালাল বিশ্বাস। পথিমধ্যে কে বা কাহারা তাকে খুন করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
সংবাদ পেয়ে মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ও সার্কেল এএসপি সোয়েব আহমেদ রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
পুলিশ জানান, প্রাথমিক ভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি।
গরম খবর