যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী মাহমুদুল হাসান জয়ী
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৩০, ২০২১
101
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আব্দুল্লাহ আল মামুন,(মনিরামপু) যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ১২ হাজার ৪’শ ৯৬ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৪ হাজার ১’শ ৯৬।
তার প্রতিদ্বন্দি প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন পেয়েছেন ১ হাজার ৭শ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রমতে, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরীহীন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ১’শ ৯৬ ভোট, বিএনপি মনোনীত আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৭শ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাস্টার আবু তালেব (হাত পাখা) পেয়েছেন ৪’শ ৯০ ভোট।
Leave a Reply
২ comments on “যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী মাহমুদুল হাসান জয়ী”
গরম খবর
Awsome post and right to the point. I am not sure if this is
really the best place to ask but do you guys have any ideea where to get some professional writers?
Thank you 🙂
I like this site very much, Its a very nice billet to read and
get information.!