১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

গজুকাটা সীমান্তে মসজিদ নির্মাণে বাধা না দেওয়ার আশ্বাস বিএসএফের

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ২৪, ২০২১
114
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মসজিদ নির্মাণে বাধা না দেওয়ার আশ্বাস
গজুকাটা সীমান্তে মসজিদ নির্মাণে বাধা না দেওয়ার আশ্বাস বিএসএফের | ছবি : মসজিদ নির্মাণে বাধা না দেওয়ার আশ্বাস

মোঃইবাদুর রহমান জাকির,সিলেটঃ সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্তে বিজিবি ও বিএনএফর মধ্যে উত্তেজনার নিরসন হয়েছে। সীমান্ত এলাকায় ২শ’ বছরের পুরনো মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধা ও নো-ম্যান্স ল্যান্ডে বাঙ্কার খনন নিয়ে গত কয়েকদিন থেকে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিলো।

আরও পড়ুন>>>সিলেট বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের লাইন ম্যান সড়ক দুর্ঘটনায় আহত

পরে বুধবার (২৪ মার্চ) পতাকা বৈঠকে বিএসএফ মসজিদ নির্মাণে বাধা দেবে না বলে বিজিবিকে মৌখিকভাবে আশ্বস্ত করে।

বৈঠকে সীমান্ত এলাকায় বিএসএফের খননকৃত বাঙ্কার তুলে নেয়ার আহ্বান জানায় বিজিবি।

৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী জানিয়েছেন, পতাকা বৈঠকে মসজিদ নির্মাণে বাধা না দেয়া এবং বাঙ্কার সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ আমাদের বক্তব্য আমলে নিয়েছে এবং মসজিদ নির্মাণে বাধা প্রদান করবে না বলে মৌখিকভাবে জানিয়েছে।

তিনি বলেন, মসজিদের নির্মাণ কাজ বন্ধ আছে। তবে, এখনো পর্যন্ত বিএসএফ তাদের বাঙ্কার সরায়নি।

এ নিয়ে আবারো পতাকা বৈঠক হবে এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার ১৩৫৭ নং পিলারের ভিতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থান। ২০০ বছরের পুরনো মসজিদের পাকা দালান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী সংলগ্ন এলাকায় নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। গত শনিবার বিএসএফ কাজে বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram