১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৬

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ২৭, ২০২১
140
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

 শালিকা, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শালিখা  উপজেলার  গোয়ালখালিতে  প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও ৬জন আহত হয়েছে।

শনিবার(২৭মার্চ)  রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালখালি ব্রীজের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন >>>খুলনায় বর্ণাঢ্য আয়োজন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ

নিহত ওহিদার রহমান (৪৫) উপজেলা কুশখালি গ্রামের তাইজ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, নিহতের বড় ভাই ইউপি সদস্য গোলাম সরোয়ার (৬০), তার ছেলে সোহাগ (২০) একই গ্রামের আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৬), ইনছান মোল্যার ছেলে হাসান মোল্যা (২০)। তারা যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাগ্নে জাকির হোসেন জানান, শনিবার রাতে মোটরসাইকেল যোগে হতাহতরা চতুরবাড়িয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি ব্রীজের নিকট পৌছুলে প্রতিপক্ষ কুশখালি গ্রামের সাখাওয়াতের ছেলে টিপুর নেতৃত্বে সজীব, মান্নান, টিপু, তোতাসহ কয়েকজন তাদেরকে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এরপর তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে পৌছানোর আগেই মারা যান ওহিদার রহমান। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ৬জনকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram