মাছের সাথে শত্রুতা! থানায় অভিযোগ

ঝিকরগাছা প্রতিনিধি যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে বিষ ট্যাবলেট প্রয়োগ করে একজন খামারির প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি )ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দিয়েছেন খামারি ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা এলাকার বাসিন্দা আবু তালেব।
আরও পড়ুন>>>যশোর কেন্দ্রীয় কারাগারে অগ্নিকাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
তিনি জানান, গতকাল শুক্রবার( ৫ ফেব্রুয়ারি) সকালে বেজিয়াতলা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ তাকে খবর দেন- পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তিনিসহ আরও কয়েকজন পুকুরে গিয়ে দেখেন সেখানে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

আবু তালেব জানান, বেজিয়াতলা এলাকায় তার পুকুরটি ছয় বিঘা জমিতে । সেখানে পাবদা, টেংরা, রুই, মৃগেল, কাতলাসহ দেশি প্রজাতির মাছ চাষ করেন।
আরও পড়ুন>>>যশোরে প্রথম দিনে ২ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা
গত ৪ ফেব্রুয়ারি রাতের কোনও একসময় কে বা কারা পুকুরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে। এতে তার প্রায় ১৮ লাখ টকার ক্ষতি হয়েছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আজকেই অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। কাদের সাথে তাদের শত্রুতা ছিল- এমন বিষয়ে তারা কোনও তথ্য দিতে পারেননি। তারপরও আমরা ঘটনা তদন্ত করছি।