ডেস্ক রিপোর্টঃ বগুড়ার শেরপুর উপজেলায় মাটি বোঝাই ট্রাকচাপায় মায়া খাতুন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া ওই এলাকার মেরাজুল ইসলামের মেয়ে।
শিশু মায়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির কাছে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় তার নানি দোকানে জিনিস কেনার জন্য যায়। নানিকে দেখে মায়াও দোকানের দিকে যেতে যাওয়ার পথে মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মায়ার মৃত্যু হয়।
আরও পড়ুন>>>যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
