মাদক পাচার রোধে হিমসিম প্রসাশন

shadhin kantho

সীমান্ত প্রতিনিধি: শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়ন টেংরালী গ্রামেই অবস্থিত ২নং বিজিবি পোষ্ট এর সামনেই কাটাতারের বেড়া।

কাটাতারের এপারে থাকে বাংলাদেশের মাদক পাচার চক্র এবং ভারত সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে থাকে ভারতের মাদক চক্র। এরা উভয় পক্ষ উভয়ের সাথে মোবাইলে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে এবং ভারত থেকে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিভিন্ন কৌশলে বাংলাদেশে পাঠানো হয়।

মাদক ব্যবসায়ীরা বিজিবির চোখ ফাকি দিয়ে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার জন্য বাংদেশের মাদক পাচার চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে। কিন্তু বিজিবি সদস্যরা সে কৌশল ধরতে পারছেনা।

এলাকায় বিভিন্ন গোপন তথ্যের মধ্যে দেখা গেছে অধিকাংশ মাদক ব্যবসায়ী তারা তাদের মাদকের পাচারটাকে বেছে নিয়েছে দুপুর বেলা। এ সময় বিজিবি পোষ্টের প্রায় সকল বিজিবি সদস্য পোষ্টে চলে যায় খাবার খেতে যায়। এ সময় বেশি ভাগ মাদক চোরাচালানী চক্র মোটর সাইকেল বা সাইকেল ব্যবহার করছে। এতে করে ডিহি ইউনিয়ন বাসী হতাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here