বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লটারিতে মাশরাফিকে পেয়ে গেল খুলনা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ৬, ২০২০
143
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : মাশরাফিকে পেয়ে গেল খুলনা
খেলা ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝপথে যে কোনো এক দলে যোগ দেবেন। কিন্তু কোন দল তাকে পাবে, তা নিয়ে ছিল অপেক্ষা। জেমকন খুলনা, মিনিস্টার রাজশাহী, ফুরচুন বরিশাল আর বেক্সিমকো ঢাকা-চার দলই যে চেয়েছিল বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ককে। ফলে সিদ্ধান্ত হয়, লটারির মাধ্যমে নির্ধারিত হবে কোন দল পাবে তাকে। মাশরাফিকে পেয়ে গেল খুলনা
এই লটারিতেই মাশরাফিকে পেয়ে গেল জেমকন খুলনা। তিন দলকে পেছনে ফেলে লটারিতে মাশরাফিকে পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফলে পঞ্চপাণ্ডবের তিনজনই পড়ে গেলেন এক দলে। সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মাশরাফিও এখন খুলনার হয়ে খেলবেন।
গরম খবর