মিরপুরে , ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করেছে হাথুরু

রপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। বিপিএলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে এই সিরিজের প্রস্তুতিও।

মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে শুরু হয়েছে অনুশীলন।
তামিম ইকবালও যোগ দিয়েছেন অনুশীলনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বিসহ বেশ কিছু ক্রিকেটারকে।

হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও যোগ দিয়েছেন এই অনুশীলনে। শুরুর দিকে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে।

২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচ থেকে ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত হবেন এক ক্রিকেটার। পহেলা মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। এরপর তিন তারিখ একই জায়গায় খেলবে দ্বিতীয়টিতে। ৯ মার্চ শেষ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

১৪ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here