১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মির্জা ফখরুলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
19
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।

ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাতের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘‘কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ— এসব আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলি কথা বলেছি… বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে… বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে।”

‘‘বিগত ১৭ বছর এই দেশ শুধু দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল তাই নয়, এদেশের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছিল— সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং স্পষ্টত কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি… তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে, সেটাই কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের মূলনীতি।”

তিনি বলেন, আমরা এই নীতি অনুসরণ করেই দুইদেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা একথা বলেছি যে, ভবিষ্যতে যদি এদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সৌহার্দ বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাবো।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram