মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ-রাজাকারদের তালিকা প্রনয়ণে সরকার বদ্ধ পরিকর: মন্ত্রী মোজাম্মেল হক
শেখ খায়রুল ইসলাম কপিলমুনি(খুলনা)প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও রাজাকারদের তালিকা প্রনয়ণে সরকার বদ্ধ পরিকর।
বুধবার (০৯ডিসেম্বর) বিকেলে খুলনার পাইকগাছায় কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) এমপি আক্তারুজ্জামান বাবু, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দীকী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,এসিল্যান্ড মোহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী, সমিরন সাধু উপজেলা আ"লীগের সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,সমরিণ সাধু, রশীদুজ্জামান, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন প্রমূখ।
এর পূর্বে মন্ত্রী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজ উদ্বোধন, স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, মাহমুদকাটী অনির্বান লাইব্রেরী পরিদর্শন করেন।
আরও পড়ুন:
যশোর বেনাপোল কাস্টমসে ৫ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা
বেগম রোকেয়াদের নারী জাগরণের স্বপ্ন বাস্তবরূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মনিরামপুর বিএনপির বর্ধিত সভায় সিদ্ধান্ত মেয়র প্রার্থী শহীদ ইকবাল
উজিরপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার