যশোরে মুক্তিযোদ্ধার সন্তান কে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার(যশোর) যশোরে  ইসরাফিল হোসেন ওরফে মন্নাত (৪০) নামে এক মুক্তিযোদ্ধার সন্তান কে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ (২৪ অক্টোবর) শনিবার সকালে যশোর শহরের সিএনবি রোডের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছ পুলিশ।

নিহত ইসরাফিল হোসেন ওরফে মন্নাত (৪০) যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর খেদাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের বকচর বিহারি কলোনির মোস্তফার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের সিএন্ডবি রোডের কৃষিবিদ মুক্তিযোদ্ধা শাহ আলমের বাসা লুবনা কটেজ’র সামনে ড্রেনের পাশে ইসরাফিল হোসেন ওরফে মন্নাত’র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।   লাশের পাশে বাইসাইকেল ও একটি ছাতা পড়েছিল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মন্নাত’র মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটন এবং এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের জন্য পুলিশ জোরঅভিযান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here