২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মুশফিকের সামনে দুই রেকর্ডের হাতছানি

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
আগস্ট ৩০, ২০২৪
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টে জয় কিংবা ড্র নিশ্চিত করতে পারলেও সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ জিতবে টিম টাইগার্স। অবশ্য বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।

বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। কখন হবে সেটিও এখনো জানা যায়নি। এই টেস্টে দু’টি মাইলফলক স্পর্শ করার সুযোগ বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের।

প্রথমটি হলো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে ৬ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন মুশফিক। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি টেস্ট খেলেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ১১ গড়ে ৫৮৬৭ রান করেছেন মুশফিক।

মুশফিকের পর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৭০ টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান করেছেন তামিম। বাংলাদেশের পক্ষে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে আছেন শুধু মুশফিক ও তামিমই।

এ ছাড়া ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৫,১৯২ রান করেছেন তামিম। এই মুহূর্তে মুশফিকের রান ১৫,১৫৯।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের অসাধারণ ইনিংস খেলে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram