মুশফিক ভাই বলছেন মাঠে নিজেকে মেলে ধরতে হবে

স্পোর্টস ডেক্স:  মাশরাফি আর সাকিব ছাড়া বাংলাদেশের সব তারাই আছেন প্রেসিডেন্টস কাপে। শেরে বাংলায় এখন তারার মেলা; কিন্তু কেন যেন মাঠ আলোকিত হচ্ছে না। তারারা আলো ছড়াচ্ছেন কম। বিশেষ করে, বড় তারারা সেভাবে জ্বলে উঠতে পারেননি।

এ তরুণদের ব্যাট কথা বলছে। এই তালিকায় ওপরের দিকেই আছেন ইরফান শুক্কুর। চট্টগ্রামের এ তরুণ উইলোবাজ এরই মধ্যে নজর কেড়েছেন,বরং কম পরিচিতির তরুনরা আলো ছড়িয়েছেন। আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি, ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয় আর মাহমুদুল হাসান জয়রা- ভাল খেলছেন।

প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় আর ইরফান শুক্কুরের হাত ধরেই রিয়াদ বাহিনীর বিপক্ষে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। দু’জনের ব্যাটই পঞ্চাশ ছুঁয়েছিল সেদিন। তৌহিদ হৃদয় জয়ের খুব কাছে গিয়ে আউট হয়ে গেলেও ইরফান শুক্কুর দল জিতিয়েই সাজঘরে ফেরেন।

সিনিয়র পার্টনার ও দেশের অন্যতম শীর্ষ তারকা মুশফিকুর রহীমের পরামর্শ খুব মন দিয়ে শুনছেন। অনুস্মরণের চেষ্টাও করছেন ইরফান শুক্কুর। ‘মিস্টার ডিপেন্ডেবল’ তাকে শিখিয়েছেন, নিজের ক্যারেক্টার দেখাতে হবে। মাঠে নিজেকে মেলে ধরতে হবে। জাত, পাত বোঝাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here