৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মে ৮, ২০২২
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা
ছবি- সংগৃহীত | ছবি : মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা

বিনোদন ডেস্কঃ দীর্ঘ সময়ে ধরে অভিনয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মূলত মাতৃত্বজনিত কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ৫ জানুয়ারি তিনি কন্যাসন্তানের মা হয়েছেন । মেয়ের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। একমাত্র মেয়েকে নিয়ে রাজধানীতেই বসবাস করছেন এ অভিনেত্রী। তাই অভিনয় নয়, সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন।

আরও পড়ুন>>>আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে: সেতুমন্ত্রী

তবে এবার বিরতি ভেঙে আবারো মেয়েকে নিয়ে অভিনয়ে ফিরছেন তিশা। রোববার (৮ মে) এ অভিনয়শিল্পী তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট এসব তথ্য জানান তিনি। এ বিষয়ে তিশা বলেন—‘‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।’’

গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিশা।

সিনেমাটির শুটিং শেষে জানতে তিশা পারেন, মা হতে যাচ্ছেন তিনি। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এ কারণে ‘মুজিব’ সিনেমার ডাবিং এতদিন করতে পারেননি তিশা। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরলেন এই অভিনেত্রী।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram