বাগেরহাট মোল্লারহাটে ইয়াবা বিক্রেতা আটক
আব্দুল্লাহ ফারুক, বাগেরহাটঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ইয়াবাসহ মুরসালিন সাগর ওরফে সৌরভশেখ,(১৯) নামে এক মাদক বিক্রেতা এবং সাগর ও বুলবুল নামে দুই ক্রেতা কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
ইয়াবা বিক্রেতা মুরসালিন সাগর ওরফে সৌরভশেখ মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের কামাল উদ্দিন শেখের ছেলে। বর্তমানে মোল্লাহাট সদর গাড়ফা গ্রামে তার মামা পান্নু মেম্বারের বাড়িতে বসবাস করছে।
থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোল্লাহাট থানা মসজিদের সামনে মোল্লাহাট টু চিতলমারী রোড থেকে ইয়াবা বিক্রি করার সময় আগে থেকেই ওত পেতে থাকা পুলিশের একটি টিম মুরসালিন কে হাতেনাতে ১২ পিস ইয়াবাসহ সাগর ও বুলবুল নামে দুই ইয়াবা ক্রেতা কে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে জানতে চাইলে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন, মাদক ব্যবসায়ী মুরসালিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ী মুরসালিন এর বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদক বিক্রির মামলা হয়েছে।