মোল্লাহাটে জমিজমার বিরোধ নিয়ে খুন হলেন কলেজ ছাত্র
আব্দুল্লাহ ফারুক, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাট উপজেলায় জমি জমার দীর্ঘ দিনের বিরোধ নিয়ে খুন হলেন কলেজ ছাত্র আজিজুল হক লাদেন(১৮)। নিহতের পিতার নাম সাখাওয়াত হোসেন।
সাখাওয়াত হোসেনের চার ছেলে ও এক মেয়ে, নিহত আজিজুল হক লাদেন তার কনিষ্ঠ পুত্র।
গত ২৭ ডিসেম্বর রবিবার জমি নিয়ে বিরোধের জেরে মৃত জুলহাস বিশ্বাসের ছেলে পিকিং (৪০) ও তার দলবল নিয়ে সাখাওয়াত হোসেন এর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রায় ৩০ থেকে ৩৫ জন ছিল।
হামলাকারীরা দেশীয় অস্ত্র লাঠিসোটা দিয়ে আজিজুল হক লাদেন ও তার পিতা সাখাওয়াত হোসেন কে বেধড়ক মারে ও হাতুড়ি রামদা দিয়ে কোপাতে থাকে। মারামারির এক পর্যায়ে লাদেনের মায়ের কান কর্তন করে হামলাকারীরা।
সাখাওয়াত হোসেন ও তার ছেলে আজিজুল হক লাদেন কে মুমূর্ষ অবস্থায় রেখে সন্ত্রাসীরা চলে যায়। পরে এলাকাবাসি লাদেন ও তার বাবাকে মোল্লাহাট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের খুলনায় শহীদ আবু নাছের হাসপাতালে রেফার করেন। লাদেনের অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করা হয়। অ্যাম্বুলেন্স যোগে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে তার মৃত্যু হয়।