বাগেরহাটের মোল্লাহাটে প্রয়াত আওয়ামী লীগ নেতার শোক সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ ফারুক, (বাগেরহাট) মোল্লাহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রয়াত খান মফিজুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতি বার (১২ মে) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে মরহুমের স্মরণে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ শোক সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব, শাহিনুল আলম ছানা মিয়া। সহ সভাপতি শহীদ মেহফুজ রচা, সহ-সভাপতি সাইখুল শিকদার।
আরও পড়ুন>>>মৌচাকের সন্ধান পেলেই ছুটে যান শাহ আলম
আরো উপস্থিত ছিলেন, উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার মামুন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান মনোজ পাল, গাংনী ইউনিয়নের চেয়ারম্যান উজির আলী, কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, গাংনী আওয়ামী লীগের নেতা এসকে শহীদ, যুবলীগ নেতা তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম তন্ময় মিয়া, ছাত্রলীগ নেতা শেখ সৌরভ, প্রচার সম্পাদক নাসির শিকদার, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদ স্যার, যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সির তাঞ্জিল হসেন সৈয়দ স্বপন, রাব্বানী প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।