২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের রাস্তায় গাছ ফেলে ডাকাতি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ১৮, ২০২২
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মৌলভীবাজারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি
| ছবি : মৌলভীবাজারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

শাহজাহান সাজু , মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভিতরের রাস্তায় গাছ ফেলে সড়কে ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার(১৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মুজিব টিলা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানাযায়,রবিবার দিবাগত গভির রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মুজিব টিলা নামক স্থানে ১৫/১৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার পাশ থেকে গাছ কেটে সড়কে প্রতিবন্দকতা তৈরী করে।

আরও পড়ুন>>>নড়াইলে ফেসবুকে কটুক্তির জেরে সহিংসতার ঘটনায় ৫ জনের রিমান্ড

এসময় শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ অভিমুখে একটি ডায়না (ঢাকা মেট্রো ১৯-৩৬৭৪) গাড়ি আটকানোর চেষ্টাকালে গাড়ির ড্রাইভার আব্দুল করিম সাহসিকতার সাথে গাছের উপর দিয়ে গাড়ী চালিয়ে নিয়ে আসে। এই সময় চলন্ত গাড়িতে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় বাগমারা ক্যাম্প হতে মোটর সাইকেল যোগে লাউয়াছড়া বিট অফিসে যাওয়ার সময় মামুনুর রশীদ (৫০) , অপর একজন আনিসুজ্জামানকে গতিরোধ করে। আনিসুজ্জামানকে লাঠি দিয়ে আঘাত করলে সে আহত হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

একই সময়ে উক্ত স্থানে কয়েকটি সিএনজি আটক করে । সিএনজি চালকরা হচ্ছেন, সাদ্দাম হোসেন, জাকির হোসেন, মইনুদ্দিন, সুমন মিয়া,মামুন মিয়া, সানোয়ার হোসেন বিল্লালকে আটককরে। ডাকাতরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
মৌলভীবাজারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক সংগীয় এসআই হারুন অর রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
মৌলভীবাজারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক বলেন,সড়কের উপর গাছ ফেলে কতিপয় দৃস্কৃতিকারী ছিনতাইয়ের চেষ্টা করেছে। আমরা আসায় তারা পালিয়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram