শার্শায় মৎস ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে সাত লক্ষ টাকা ক্ষতির অভিযোগ

মৎস ঘেরে বিষ
শার্শায় মৎস ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে সাত লক্ষ টাকা ক্ষতির অভিযোগ

শার্শা উপজেলা( যশোর) প্রতিনিধি:   শার্শার বাগআঁচড়ায় মৎস ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে মাছ মারার
অভিযোগ পাওয়া গেছে।এতে সাত লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ঘের ব্যবসায়ী মোস্তাব সরদার জানিয়েছেন। ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে  ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে 

ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী মোস্তাব সরদার বলেন, শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামে তার
আড়াই বিঘা জলাকার পুকুরে সাদা মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করতেন।

বৃহস্পতিবার রাতে কে বা কারা শত্রুতা বসত বিষ ট্যাবলেট দিয়ে দেয়।

 আরো পড়ুন: মর্গের মৃত নারী ধর্ষক ডোম মুন্না গ্রেফতার

শুক্রবার সকালে মরা মাছ ভেসে ওঠা শুরু করলে তার সন্দেহ হয়। পরে এলাকাবাসী এসে বিষ প্রয়োগের সত্যতা
পায়।

এ সময়ে তড়িঘড়ি করে কিছু মাছ ধরে ফেলেন এ মৎস্য চাষী। তারপরেও সাত লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও তিনি জানান।

এদিকে বিষ দিয়ে মাছ মারার এ চক্রটি নতুন করে সক্রিয় হওয়ায় মৎস্য চাষীদের মাঝে আতংত বিরাজ করছে। এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে বলে ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী মোস্তাব সরদার জানান।

আরো পড়ুন:
ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত
যশোরের শার্শায় ফেন্সিডিল সহ যুবক আটক
মানহীন ও নষ্ট সার বাজারজাত করছে নোয়াপাড়া গ্রুপ
ডোকলামের কাছেই গ্রাম তৈরি করছে চীন, চিন্তা বাড়ছে ভারতের
৭৩ বছরের ফুল হুজুর বিয়ে করলেন ২৩ বছরের মুরিদকে
মর্গের মৃত নারী ধর্ষক ডোম মুন্না গ্রেফতার
পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে
রক্ত দিয়ে ‘এ প্লাস আর’ লিখে যশোরে এক গৃহবধূর আত্মহত্যা
শিশুদের বাঁচাতে করোনাকালে ৪২ লিটার বুকের দুধ দান করলেন এই নারী
হেমন্তের বৃষ্টিতে শীতকে নিমন্ত্রণ জানাল প্রকৃতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here