১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ২৯, ২০২০
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নড়াইল-যশোর সড়ক দুর্ঘটনা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত | ছবি : নড়াইল-যশোর সড়ক দুর্ঘটনা

  রিপন বিশ্বাস,(নড়াইল) কালিয়া প্রতিনিধি: নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ ( ৩৫ ) নামে এক কাচামাল (সবজি ) ব্যবসায়ী নিহত হয়েছেন ।

আজ রবিবার ( ২৯ নভেম্বর ) ভাের ৬ টার দিকে নড়াইল - যশাের সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক - নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল লােহাগড়া উপজেলার নােয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত নবীর শেখের ছেলে ৷

নিহতের প্রতিবেশি মােঃ রুবেল মিয়া জানান , এনামুল পেশায় কাচামাল ব্যবসায়ী । যশাের মােকাম থেকে আলু , মরিচসহ বিভিন্ন সবজি নছিমন ( আলম সাধু ) যােগে নড়াইলে এনে কয়েকটি হাট - বাজারে পাইকাড়ী বিক্রি করতাে । আজ ভাের রাতে নছিমন নিয়ে যশােরের উদ্দেশ্যে রওয়ানা হন ৷

নড়াইল - যশাের সড়কের ধলগ্রাম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এনামুল রাস্তার ওপর ছিটকে পড়ে, আঘাতে তার মাথা ফেটে যায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয় ৷
তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

এ সময় নছিমনে থাকা আরাে এক কিশাের আহত হন । তবে নছিমন চালক নিহতের চাচাতাে ভাই জাহিদুর রহমান সুস্থ্য আছেন ৷

আরওপড়ুন:
বানারীপাড়ায় হাইকেয়ার স্কুল জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া তথ্য সচিব হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ 
কলারোয়ায় মাহফুজার বাড়িতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল
খুলনায় এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram