যশোরের কেশবপুরে থানা ও পৌর যুবদলের কর্মীসভা, বিলুপ্ত হলো থানা ও পৌর যুবদলের কমিটি
কেশবপুর (যশোর) প্রতিনিধি: জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের আন্দোলন জোরদার করতে হবে। সকল ভেদাভেদ ভুলে রাজপথের আন্দোলনে শরীক হওয়ার বিকল্প নেই। তারুণ্যের প্রতিক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় দূর্বার আন্দোলনে শরীক হতে হবে সকল দেশ প্রেমিক শক্তিকে।
রোববার (৮ নভেম্বর) সকালে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর থানা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট আলী আকবর চুন্নু এ কথা বলেন।
যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারুল হক রানার সঞ্চালনায় বিমেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের ভাইস প্রেসিডেন্ট (খুলনা বিভাগ ) মাহাবুব হাসাপন পিয়ারু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্যা, সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহ সাধারণ সম্পাদক খুলনা বিভাগ নুরুজ্জামান লিটন, সহ সাংগঠণিক সম্পাদক কফিল উদ্দিন ভুঁইয়া, সহ সাংগঠণিক সম্পাদক খুলনা বিভাগ শামীম কবীর।
স্থানীয় যুবদল নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কুতুব উদ্দিন বিশ্বাস, অধ্যাপক আলাউদ্দিন আলা, শেখ শহিদুল ইসলাম শহীদ, নুরুজ্জামান চৌধুরী, আলমগীর সিদ্দিকী,আবু নাঈম, জাহাঙ্গীর কবীর মিন্টু, গোলাম মোস্তফা, আব্দুল গফুর, মেহেদী হাসান শিপন, জাহাঙ্গীর আলম, সাজ্জাতুর কবীর মিল্টন, কবীর হোসেন রিপন, মেহেদী বিশ্বাস,ওলিয়ার রহমান উজ্জল, ওলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম পলাশ, তরিকুল ইসলাম,ইয়াসিন মোড়ল, হাবিববুর রহমান, আতাউর রহমান প্রমুখ। কর্মীসভায় থানা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি অতিদ্রুত আহ্বায়ক কমিটি গঠণের সিদ্ধান্ত জানান নের্তৃবৃন্দ।