গুণী লেখক, যশোরের বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক দেওয়ান মোর্শেদ আলমের জন্মদিন আজ
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ এর বিশেষ প্রতিনিধি জেলা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক ও নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সাধারণ সম্পাদক।
১৯৭৮ সালের এই দিনে তিনি মাগুরার শালিখা উপজেলারর কোট ভাগ বগুড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বর্ষিয়ান সংগীত গুণী ওস্তাদ শরীফ শাহ দেওয়ানের বড় ছেলে । ১৯৯৪ সালে দেশের একমাত্র সংগীত বিষয়ক ম্যাগাজিন মাসিক সংগীত, পরবর্তীতে মাসিক সরগম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতে খড়ি।
২০০১ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার মাধ্যমে তিনি জোরালোভাবে সাংবাদিকতা শুরু করেন।
যশোর সরকারী এম এম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উপর অনার্স মাস্টার্স করা দেওয়ান মোরশেদ আলম ২০১৯ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির পুরস্কারে ভূষিত হন তিনি।
একাধিকবার প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বশীল পদে থেকে সুচারুরূপে দায়িত্ব পালন করেছেন।
এখন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের প্ল্যাটফর্ম যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছেন।
অগ্নিবীণা যশোরের সাধারণ সম্পাদক হিসেবে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ছোটবেলা থেকেই কবিতা ছড়া ও গানে আকৃষ্ট এই গুণী ব্যক্তির দুটি গ্রন্থ রয়েছে.. একটি চিরকুমার ,অপরটি একটি ফুটন্ত গোলাপ।
তার নির্বাচিত গণসংগীত গ্রন্থটির বেশ সুনাম, কুড়িয়েছেন অনুসন্ধানী ক্রাইম রিপোর্টে ভূয়শী প্রশংসা।
তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অগ্নিবীণা যশোরের সভাপতি ডক্টর শাহনাজ পারভীন সহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।
একই সাথে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ সহ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
লেখক
মোঃ হাসিবুর রহমান শামীম
ভারপ্রাপ্ত সম্পাদক আগামীর কন্ঠ,
ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক স্বধীন কন্ঠ ।
www.dainikshadhinkantho.com
১২-১২-২০২০