যশোরের নাভারণে ভেজাল  শিশু খাদ্যসহ কারখানা মালিক আটক 

এস এম মারুফ (যশোর)   যশোরের ঝিকরগাছার নাভারণ থেকে ভেজাল শিশু খাদ্যসহ বাবুল হোসেন (৪৩) নামে এক কারখানা মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার (১৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস।
আটক বাবুল উত্তর দেউলি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সোলায়মান আক্কাসের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনি এলাকার বাবুল হোসেনের লিজ নেয়া একটি ফুড কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল ৫৫২ পিস হাই স্পিড নামক কোমল পানীয়, এক হাজার ২৪৮ পিস রোবট নামক কোমল পানীয়, দেড়শ গ্রাম লিচুর ফ্লেবার, ৫০ গ্রাম আমের ফ্লেবার, ৫শ গ্রাম জাফরং এবং ৫শ গ্রাম ঘনচিনি উদ্ধার করা হয়। পরে ভেজাল এসব শিশু খাদ্যসহ বাবুলকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here