৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ আইনজীবী আটক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৩১, ২০২১
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ আইনজীবী আটক
যশোরের বাঘারপাড়ায় আইনজীবী মিজানুর রহমান বিপ্লব ফেনসিডিলসহ আটক | ছবি : যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ আইনজীবী আটক

তরিকুল রায়হান,(যশোর) বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় মঙ্গলবার রাতে ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্লব (৪৮) নামে এক আইনজীবী কে আটক করে আজ বুধবার (৩১ মার্চ)সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আরও পড়ুন>>>সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন

আটক আইনজীবী যশোর শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। সম্প্রতি অন্য একটি মাদক মামলায় তিনি জামিনে বের হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বাঘারপাড়ার উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপনে খবর আসে খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলীধান্যপুড়ায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদ সরদার সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সরা মিজানুর রহমান বিপ্লবকে আটক করে। এ সময় তার জিন্স প্যান্টের পকেট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় বনি মােল্যা হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন বলেন, মিজানুর রহমান বিপ্লব সমিতির তালিকাভূক্ত একজন আইনজীবী। তবে সম্প্রতি বিভিন্ন অভিযোগে তাকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কয়েকদিন আগে সে (বিপ্লব) একটি মাদক মামলায় জামিনে বের হয়েছে বলে শুনেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক সজল কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আইনজীবী কে আজ বুধবার (৩১ মার্চ)সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram