৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ১৫, ২০২০
142
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরের-বেনাপোলে-ফেন্সিডিল
| ছবি : যশোরের-বেনাপোলে-ফেন্সিডিল

এস এম মারুফ, স্টাফ রিপোর্টার,যশোর: যশোরের বেনাপোলে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত আসামীরা
বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আজিজুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৭),
ও ভবের বেড় গ্রামের প্রিন্স সুজনের স্ত্রী মুন্নী বেগম (৩১)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআই শফি আহমেদ রিয়েল ও এএসআই মাসুম পারভেজ সহ সঙ্গীয় ফোর্স বেনাপোল সীমান্তে ভবের বেড় গ্রামের পশ্চিম পাড়া গোশ পট্টির সামনে অভিযান পরিচালনাকালে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মুন্নী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়।

অপরদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বেনাপোল বালুন্ডা গ্রামের বেলেখাল পাড়া এলাকায় এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মুরাদ সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আজিজুর নামে আরো এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত আসামীদের নামে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন>>>
কলারোয়ায় রাস্তাধারে পাওয়া ৭বছরের সেই শিশুটি অবশেষে জাস্টিস কেয়ার হেফাজতে

খুলনার পাইকগাছায় ৩০ বছরের মধ্যে এটাই প্রথম পরিবহন ডাকাতি

দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে ভাস্কর্য নিয়ে আলোচনায় সমাধান,আন্দোলন না করার আশ্বাস

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram