যশোরের মেয়র নৌকা প্রতীকের পলাশ

স্টাফ রির্পোটারঃ যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হায়দার গনী খান পলাশ ৩২ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বিী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মাদ আলী সরদার হাতপাখা প্রতীকে ১২ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।
ভোট গণনা শেষে বুধবার (৩১ মার্চ) নির্বাচন কমিশনার বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেছেন।
আরও পড়ুন>>>পিরোজপুরে অপহরনের ৫০ দিন পরে স্কুল ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার
পৌরসভার ৫৫টি কেন্দ্রের ৪৭৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরতি নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে প্রচারণা শুরুর পরপরই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি তাদের প্রার্থী সাবেক মেয়র মারুফুল ইসলামকে ভোট থেকে সরিয়ে নেয়।
এ পৌরসভার মোট এক লাখ ৪৬ হাজার ৫৯২ জন ভোটার । যার মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৪৫ জন, নারী ভোটার ৭৪ হাজার ৫৪৯ জন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ভোটে ৩৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর এ ফলাফল নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>>>বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৬
মেয়র পদে নির্বাচন থেকে অনেক আগেই সরে দাঁড়ানো বিএনপির মারুফুল ইসলামের ধানের শীষ প্রতীকে পড়েছে ৭ হাজার ৩০২টি ভোট। এছাড়া কাউন্সিল পদে বিজয়ীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে সাহিদুর রহমান (পাঞ্জাবী) প্রাপ্ত ভোট ১৫১১৮, ২ নম্বর ওয়ার্ডে শেখ রাশেদ আব্বাস রাজ (পানির বোতল) প্রাপ্ত ভোট ২০১৯, ৩ নম্বর ওয়ার্ডে শেখ মোকছিমুল বারী (গাজর) প্রাপ্ত ভোট ১৬৮৫, ৪ নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন (টেবিল লাম্প) প্রাপ্ত ভোট ৩৫৬২, ৫ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম (ব্লাক বোর্ড) প্রাপ্ত ভোট ২৭৯০, ৬ নম্বর ওয়ার্ডে আলমগীর কবির সুমন (পাঞ্জাবী) প্রাপ্ত ভোট ২৪৮০, ৭ নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন (ব্লাকবোর্ড) প্রাপ্ত ভোট ১৫৬৭, ৮ নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু (উটপাখি) প্রাপ্ত ভোট ২১১৭, ৯ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামন (পানির বোতল) প্রাপ্ত ভোট ২৪০৬ । সংরতি সংরতি ১ নম্বর ওয়ার্ডে মোসা: আইরিন পারভীন (চশমা)৪১৪২, ২ নম্বর ওয়ার্ডে নাসিমা আক্তার জলি (আনারস)১৪১১৩, ৩ নম্বর ওয়ার্ডে শেখ রোকেয়া পারভীন ডলি (আনারস) ১০৮৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় বনি মােল্যা হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদন্ড
কোন সহিংসতা ছাড়াই যশোর পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে যশোরে ভোটগ্রহণ হয়। ভোটে কোথায়ও কোন ধরণের বিশৃঙ্খলা হয়নি। ভোটারদের উপস্থিতিও ছিলো বেশ আশানুরুপ। নতুন পদ্ধতিতে ভোট দিয়ে ভোটারাও বেশ উৎফুল্ল ছিলো।
নাজির শংকরপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অনুপ কুমার দে বলেন, এ কেন্দ্রে ৩ হাজার ২৮০ জন ভোটার ছিলো। বেলা ১২ টার মধ্যে ৩০ শতাংশ ভোট পড়েছে। আশা করা যায় কেন্দ্রে ৫০ শতাংশের ওপরে ভোট কাস্ট হয়েছে।
আরও পড়ুন>>>যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ আইনজীবী আটক
এমএসটিপি গার্লস স্কুল অন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান বলেন, নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়নি। ২ হাজার ৬৩০ ভোটার ছিলো। দুপুর ২ টার মধ্যে ৩৫ শতাংশ ভোট পড়েছে। আশা করা যায় ৬০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।
ঘোপ এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারি বলেন, ভোটাররা সারিবদ্ধভাবে ভোট দিয়েছে। ভোটার ও প্রার্থী কারো কোনো অভিযোগ নেই। ভোটে সবাই সন্তুষ্ট। বেলা ১ টা পর্যন্ত কেন্দ্রের ভোটারের উপস্থিতির ছিলো ২১ শতাংশ। তরুণ ভোটার ইউনুস আলী মোল্লা বলেন, নতুন ভোটার আমি। সরকারি এম এম কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি। ইভিএম পদ্ধতিতে এতো সহজে ভোট দেয়া যায় এটা ভাবাই যায় না। ভোটের পরিবেশও খুবই সুন্দর ছিলো।