যশোরের শার্শায় পাঁচ লক্ষ আমরেকিান ডলার সহ দুই পাচারকারী আটক
নয়ন হালদার, (যশোর) বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার মার্কিন ডলার সহ হদয় মিয়া ও আশরাফুল নামে দুই হুন্ডি ব্যবসায়ী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামীরা
১। চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে মোঃ হৃদয় মিয়া (২০)
২। কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।
আটককৃত ডলারের আনুমানিক সিজারমূল্য ৪ কোটি ৪০ লাখ পাঁচ হাজার তিনশত টাকা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে যশোর ব্যটালিয়ন (৪৯ বিজিবি)’র বিশেষ টহল দল যশোর-সাতক্ষীরা মহাসড়কের নাভারন উলশী নামকস্থানের পাঁকা রাস্তার উপর হতে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকার গতিরোধ করে বিজিবি সদস্যরা।
এরপর গাড়িটিতে তল্লাশিকালে প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বান্ডিলে মোট ৫ লাখ মার্কিন ডলার সহ হদয় মিয়া ও আশরাফুল নামে দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ডলারের আনুমানিক সিজারমূল্য ৪ কোটি ৪০ লাখ পাঁচ হাজার তিনশত টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।
অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন>>>
প্রচন্ড হাড় কাপানো শীত যশোর সহ দক্ষিণ অঞ্চল
পালিয়ে থাকা পিকে হালদারের ৫-৬ ডর্জন গার্লফ্রেন্ড, চলছে অনুসন্ধান : দুদক
ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজির আগমনে যশোর পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা