১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি :
Shadhin Kantho
আপডেট :
ফেব্রুয়ারি ৪, ২০২৫
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

স্বাধীন কন্ঠ ডেস্ক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। এ ঘটনার পরপরই অভিযুক্ত অপু হোসেন (৩০) ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।

স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে রহিমা রান্নার জন্য মাঠে কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধর করতে করতে পাকা রাস্তার ওপর ফেলে দেন। এতে রহিমার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি জ্ঞান হারান।

পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন বলেন, ‘রহিমা রান্না করছিলেন। হঠাৎ গণ্ডগোলের আওয়াজ শুনে বাইরে এসে দেখি অপু রহিমাকে মারধর করছে। এক পর্যায়ে অপু তাকে ধাক্কা দিয়ে পাকা রাস্তার ওপর ফেলে দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি জ্ঞান হারান। পরে তার পরিবারের লোকজন এসে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর শুনতে পাই তিনি মারা গেছেন।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, ‘আমরা হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram