যশোরের বেনাপোলে জাল নোটসহ মহিলা আটক

বেনাপোলে জাল টাকা সহ মহিলা আটক

  বায়েজিদ হুসাইন(যশোর)শার্শা প্রতিনিধি:  যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে জাল টাকা দিয়ে ফল ক্রয়ের সময় জনতার হাতে ধরাপড়ে লিপি খাতুন নামে এক মহিলা।

জাল নোটসহ জনতার হাতে আটক হওয়া মোছা: লিপি খাতুন (৩৫) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।

আজ সোমবার (৯নভেম্বর) সন্ধা সাতটার সময় বেনাপোল বাজার ইসলামী ব্যংকের সামনে ফলের দোকান থেকে ফল ক্রয়করে এক হাজার টাকার নোটদেয় লিপি খাতুন, হাজার টাকার নোটে সন্দেহ হলে চ্যলেন্জ করে  দোকানদার, সোরগোল,চিৎকারে জড়োহয় বাজারের ক্রেতা,সকল দোকানদার ও বাজার কমেটি।

পরে লিপি খাতুনের কাছ থেকে আরো তিনটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।সে এর আগেও অনেকবার জালনোট দিয়ে বেনাপোলের ব্যবসায়ীদের ঠকিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বেনাপোল বাজার কমিটি তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল টাকা সহ আটক নারীকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here