যশোরের শার্শায় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের-শার্শায়-ফেনসিডিল

এস এম মারুফ,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় পৃথক দুটি অভিযানে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের আনসার আলী খাঁ’র স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও
দক্ষিণ বারপোতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫)।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে ও দুপুরে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর জানতে পেয়ে গোঁড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ নাসিমাকে আটক করে।
সে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।

অপরদিকে, আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে শার্শার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ ফারুক নামে আরো এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করে বাগ আঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
স্বাধীনতার ৫০ বছর পরও আজও বহাল তবিয়তে স্বাধীনতা বিরোধী রাজাকাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here