যশোরের শার্শায় ফেন্সিডিল সহ যুবক আটক

ফেন্সিডিল সহ যুবক আটক

এস এম মারুফ,(যশোর) যশোরের শার্শার সাতমাইল জিবলে তলা পাকারাস্তার উপর অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ আশিক (২০) নামে এক মাদক ব্যাবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। আটক আসামী সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৭ই নভেম্বার) সকাল সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিসারগণ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর রোডের শার্শার বাগআঁচড়া সাতমাইল জিবলে তলা পাকারাস্তার উপর অভিযান চালালে এসময় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আশিক নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে মাদক দ্রব্য আাইনে মামলা দিয়ে শার্শা থানার মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here