১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ১, ২০২১
146
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরের শার্শা সীমান্তে স্বর্ণবার আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কোটি টাকা মুল্যের ১৫টি স্বর্ণবারসহ রানা আহম্মেদ আটক | ছবি : যশোরের শার্শা সীমান্তে স্বর্ণবার আটক

এস এম মারুফ,স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কোটি টাকা মুল্যের ১৫টি স্বর্ণবারসহ রানা আহম্মেদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুন>>>সিলেট লোভাছড়া সীমান্তে অস্ত্রসহ ২ ভারতীয় খাসিয়া আটক

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার অগ্রভুলোট থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণপাচারকারী রানা আহম্মেদ (২৬) সে যশোরের শার্শা উপজেলার খলসি গ্রামের আব্দুল গফফরের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, বিজিবিরর কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। একপর্যায়ে পাচারকারী একটি ইজিবাইকে চালিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা কালে তাকে ধাওয়া করে ধরা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে তার প্যান্টের পকেট থেকে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৫টি র্স্বণবার পাওয়া যায়।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৩ লক্ষ ৯৪ হাজার ৯৪৪ টাকা। আসামীকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবি'র এই কর্মকর্তা।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram