যশোরে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৫, ২০২১
147
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জেলা প্রতিনিধি যশোর ঃ যশোর সদরের বাহাদুরপুর মেহগনী তলা এলাকা থেকে অঙ্গাত নামা(৩৫) পুরুষ এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ জেনারেল হাসপাতালের মর্গেে রাখা হয়েছে৷
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান বলেন,গতকাল বৃৃৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর মেহগনীতলা এলাকা থেকে অজ্ঞাত পুরুষের মরদেহটি বাহাদুরপুর গ্রামের মুক্তিযোদ্ধা নওশের আলীর ছেলে তরিকুল ইসলাম যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন মরদেহটি সড়ক দুঘটনা নিহত হয়েছে মর্মে মৃৃৃৃত্যু নিশ্চিত করে মর্গে পাঠান৷
তদন্তের পর মৃৃৃত্যুর সঠিক কারন জানা যাবে৷
মরদেহের পরনে কালো চেকের লুঙ্গী ও
লাল সাদা প্রিন্টের একটি শার্ট পরা আছে।
মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
গরম খবর