২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২৪
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্ট: যশোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শংকরপুর চোপদারপাড়া, আকবরের মোড়, বেজপাড়া আনসারক্যাম্প রোডসহ আরও কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় শতাধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন ও যশোর পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার নাবিদ হোসেন।

নাবিদ হোসেন বলেন, কিছু মানুষ ড্রেনের উপরে অবৈধ ঘর তৈরি করে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করছে। রাস্তার পাশে ফুটপাতে দখল করে অবৈধ দোকান দেয়ার ফলে শহরে যানজট হচ্ছে। এ কারণে আজকের এ অভিযান। রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে এ অভিযান চলমান থাকবে।
অভিযান পরিচালনাকালে যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী কামাল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram