যশোর শহরের রেলরোড এলাকা থেকে অস্ত্র গুলিসহ ৪ চাঁদাবাজ আটক
স্টাফ রিপোর্টার যশোরঃ যশোর শহরের ফুড গোডাউন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ ৪ চাঁদাবাজ কে আটক করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হচ্ছে শহরের বেজপাড়ার কাউন্সিলর প্রার্থী রবির ছেলে শুভ, একই এলাকার এনামের ছেলে সবুজ, ফরিদ ড্রাইভারের ছেলে রায়হান ও রহিমের ছেলে হিমেল। এ সময় বিল্লাল নামে একজন পালিয়ে যায়।
আরও পড়ুন>>>যশোরে হত্যা মামলার আসামিকে হত্যা মরাদেহ উদ্ধার
ঘটনা স্থল থেকে পুলিশ একটি নাইম এম এম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি চাকু, ১৪ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।
চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানান, গোপনে খবর পান, মঙ্গলবার (৯ মার্চ) রাতে শহরের রেল রোড ফুড গোডাউনের দক্ষিন পাশের একটি মার্কেটে শুভর নেতৃত্বে ৫/৬ জনের একদল চাঁদাবাজ ২ লাখ টাকা চাঁদার দাবিতে হানা দিয়েছে। এ খবরের ভিত্তিতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকিবুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে শুভসহ ওই চারজনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করে একটি নাইম এম এম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি চাকু, ১৪ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম। এসময় চাঁদাবাজ সন্ত্রাসীদের সহযোগি বিল্লাল পালিয়ে যায়।
আরও পড়ুন>>>ভোক্তা অধিকার আইনে আলভিন রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা
তিনি আরো জানান, সন্ত্রাসীরা মার্কেটের মালিক এরশাদকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজরা সেখানে একটি যুবতি মেয়েও নিয়ে যায়। মেয়েকে দিয়ে মার্কেট মালিক এরশাদকে ব্লাকমেলিং করার চেষ্টা করে। মোবাইলে এরশাদ ও মেয়ের ছবিও উঠায়।
এর আগেও শুভ মার্কেটের মালিক এরশাদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা নেয়। শুভর অত্যাচারে ফুড গোডাউন এলাকার ব্যবসায়িরা অতিষ্ঠ। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।