১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ ব্যাবসায়ী আটক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৮, ২০২১
153
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে ইয়াবাসহ গ্রেফতার
| ছবি : যশোরে ইয়াবাসহ গ্রেফতার

যশোর সদর, প্রতিনিধি: যশোর সদরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৪শ পিচ ইয়াবা সহ ইরফান হোসেন(৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হালসা গ্রাম থেকে আসামীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামী হলো সদর উপজেলার আরিচপুর গ্রামের মৃত সুলতান সর্দারর ছেলে ইরফান হোসেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান,জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে রোববার রাত সাড়ে ১০টার দিকে,সদর উপজেলার হালসা গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এসময় ওই এলাকার আব্দুল কাদের কারিকরের ছেলে মনিরুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে আসামী ইরফান হোসেনের কাছ থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে৷

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram