যশোরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা ডিবি পুলিশের হাতে আটক

স্টাফ রিপোর্টারঃ যশোর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার সীতারামপুর গ্রামের লতিফের বাড়ির ভাড়াটিয়া মৃত শাহজাহান শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩৫) ও রাজারহাট সীতারামপুর গ্রামের মৃত রশিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২২)।

আরও পড়ুন>>>চট্টগ্রামের সীতাকুন্ডে ৪ হাজার ৭৯৫ পিস হলুদ ইয়াবাসহ ২জন আটক
ডিবি পুলিশের ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (১ এপ্রিল) রাতে ছোটমনির বাড়ির সামনে থেকে ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়। এ সময় দেহ তল্লাসী করে তার থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন>>>পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
একই দিন পৃথক অভিযানে বিকেলে আবাদ কচুয়া গ্রামস্থ খালকাটাপাড়ার সাহেব আলীর চা দোকানের সামনে থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত সাব্বিরের দেহ তল্লাসী করে ২ শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন>>>এই গরমে ঘামে-ধুলায় পারফিউম লাগবেই
ইব্রাহিম শেখ ও সাব্বিরকে আটক এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতয়াীল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।